ভোলায় প্রসপারিটি প্রকল্পের মাঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

 

মনজু ইসলাম//ভোলায় অতি দরীদ্র মানুষের জীবন মান উন্নয়নে প্রসপারিটি প্রকল্পের মাঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ এপ্রিল) সকালে পলীøকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার হলরুমে এ সভার আযোজন করা হয়। সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। আরো বক্তব্য রাখেন পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, পরিচালক (মাক্রেফিন্যান্স) মোঃ জাকির হোসেন ও প্রকল্প পরিচালক আবু বকর।সভায় কমিউনিটি মবিলাইজেশন , নিউট্রেশন ও লাবলিহুড এর কর্মকর্তারা ও শাখা ইনচার্জগন উপস্থিত ছিলেন।সভায় কাজের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়।

SHARE