ভোলায় পানিতে পড়ে তিনবছরের শিশুর মৃত্যু

 

টিপু সুলতান ঃ সদর উপজেলার শিবপুর ইউনিয়নের  মোঃআদনান নামের তিন বছরের এক শিশু পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। বুধবার (১সেপ্টম্বর) বেলা ১.৩০টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মধ্য রতন পুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আদনান ওই গ্রামের আলী মিয়া মাতব্বর বাড়ির মোঃরাকিবের এর ছেলে। খোঁজ নিয়ে যানা যায়, শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন, এসময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে খুজতে গেলে শিশুটিকে ভাসমান অবস্থায় মৃত পাওয়া যায়। ভোলা থানার (ওসি) তদন্ত মোঃআরমান হোসেন ভোলা নিউজ কে জানান,এমন কোনও সংবাদ পাননি, তবুও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার তদন্ত করে দেখা হবে।

SHARE