মনজু ইসলাম: টিপু সুলতান ঃ ভোলায় বিচার আঙিনায় ব্যাডমিন্টন খেলার (২০২১) এর উদ্বোধন করা হয়। (২৫ জানুয়ারী ২০২১)সোমবার সন্ধ্যায় ভোলা জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে সাত দিনব্যাপী ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ ড. এ.বি মাহমুদুল হকের সহধর্মিনী নাহার নুরুন। পাঁচটি গ্রুপে সাত দিনব্যাপী এ খেলা চলবে। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো: সানাউল হকসহ আরো বিচারক বৃন্দ।খেলার পূর্বের জেলা ও দায়রা জজ ড.এ.বি.মাহমুদুল হক বলেন,সারাদিনের ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করতে হয় কোর্ট প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের। খেলাধুলা মানুষের শরীর স্বাস্থ্য মন সব কিছু ঠিক রাখে। বিশেষ করে বর্তমান প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প কিছুই নেই। পুরো খেলায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন আকতার বিপ্লব। সহযোগিতায়:Easy Touch এবং Vivo