আরিয়ান আরিফঃসেন্টার ফর রুরাল সাভির্স সোসাইটি
(সিআরএসএস) এর চাইল্ড ফোকাস্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ভোলা সদর(সিএফসিডিপি) কর্তৃক আয়োজিত কে এম এইচ বাংলাদেশ এর সহায়তায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শিশুদের চিএাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ মার্চ) সকালে অদ্য ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিন সদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার ৩০ জন শিশুসহ সি.এল.এ এর ২০ জন নারীনেত্রী অংশগ্রহণ করেন।এসময়, মো: আবুল কাশেম হাওলাদার (০৯নং ওয়ার্ড) ইউপি সদস্য এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফরিদা ইয়াসমিন (প্রধান শিক্ষিকা) ৫৩নং দক্ষিন সদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন মিঃ এলবার্ট শোভন (প্রজেক্ট অফিসার), বিশেষ সহযোগিতায় ছিলেন মো: রাশেদ খান,প্রজেক্ট অফিসার, সি.এফ-
রুবিনা ইয়াসমিন, তারেক, জহুরা বেগম।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং শিশু দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সি.এল.এ-সদস্য সোনিয়া আক্তার, রহিমা বেগম, সি.এফ- রুবিনা ইয়াসমিন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আজকের শিশু, আগামীর ভবিষ্যত। শিশুকে সত্য ও সুন্দর সম্পর্কে জানাতে হবে। মতামতের গুরুত্ব দিতে হবে। সভাপতি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালবাসতেন। তাই তার আদর্শে শিশুদের জীবন গড়ে তুলতে হবে। অতপর: শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় । পরিশেষে, সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা।