ভোলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ইলিশ আটক

 

 

নিজস্ব প্রতিবেদক।ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে আট মোন জাটকা ইলিশ আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোন।গতকাল (২৭ ডিসেম্বর ২০২০) দিবাগত-রাত ১টায় ভেদুরিয়া লঞ্চঘাটে অবৈধ জাটকা ইলিশের অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের লে: কমা: মেহেদী হাসান। পরে আটক কৃত মাছ দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়।

SHARE