ভোলায় ইসলামী যুব আন্দোলনের র‌্যালি ও পথসভা

 

 

 

 

মোঃ আরিয়ান আরিফ

“আদর্শবান যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ” এই স্লোগানে ইসলামী যুব আন্দোলন এর যুব র‌্যালিতে ভোলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা (উত্তর) শাখার আয়োজনে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে একটি যুব র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এসে বক্তব্য ও দোয়া মুনাজানের মধ্যে দিয়ে শেষ হয়। এনময়, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম রাসেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সহ যুব আন্দোলনের থানা, জেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের অধিকাংশ যুবকরা এখনো মাদকের দিকে ঢুকে আছে এবং দিন দিন মাদকের সাথে জড়িত হচ্ছে তাদেরকে এ রাস্তা থেকে সরিয়ে আন্তে হলে দেশের মাদক ব্যাবসায়ীদের নির্মুল করতে হবে। তাহলেই সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে। এসময় বক্তারা আরো বলেন, মাদক সহ দেশের সকল অপকর্ম দুর করতে আর্দশবান যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ।

SHARE