মাহমুদুল হাসান
লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ড ও ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকাল ২১ নভেম্বর রোজ বৃহস্পতিবার লালমোহনে তিনদিনের সফরে আসছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
জানাযায় ২০ নভেম্বর রোজ বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা সদর ঘাট থেকে এমভি মানিক ৯ লঞ্চ যোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
বৃহস্পতিবার সকালে তিনি লালমোহন লঞ্চঘাট এসে পৌছবেন।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের আগমণে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় লালমোহন থানার মোড় আওয়ামীলীগ অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তার মোড় এসে শেষ হয়। এদিকে সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে বরণ করতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
নূরুন্নবী চৌধুরী শাওনের আগমণে লালমোহন ও তজুমদ্দিনের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।