ইয়ামিন হোসসেন
ভোলা নিউজ-০৯.০৫.১৮
ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কে ৮ ঘন্টায় ঝড়ে গেল দু’টি প্রান।
বুধবার সারে ১১ টায় বাংলাবাজার এলাকায় অপু নামে এক সদ্য এসএসসি পাশ করা ছাএ ঘুরতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়, আর ঐ সড়কে এর রেশ না যেতেই আঞ্চলিক মহা সড়কের কন্ঠেক্টার বাড়ীর মোরে সন্ধ্যায় অটো রিস্কার চাপায় আহত হয় লিমন (৫) নামে এক শিশু পরে স্থাণীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করলে পথেই তার মৃত্যু হয়।
নিহত লিমন শিবপুর ইউনিয়নের রতনপুরের এমরান হোসেন এর একমাএ ছেলে বলে জানা গেছে
সন্ধ্যায় অটো রিস্কার চাপায় আহত হয় লিমন (৫) নামে এক শিশু পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করলে পথেই তার মৃত্যু হয়।
নিহত লিমন শিবপুর ইউনিয়নের রতনপুরের এমরান হোসেন এর একমাএ ছেলে বলে জানা গেছে।