ভোলার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মত বিনময়।।

টিপু সুলতান।। যোগদানের তৃতীয় দিনে ভোলার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার মাহিদুজ্জামান বিপিএম।এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, সহসভাপতি কামাল উদ্দিন সুলতান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, এস এ টিভির জেলা প্রতিনিধি শাহদাত হোসেন শাহীন, সময় টিভির জেলা প্রতিনিধি নাসির লিটন, মাচ রাঙা টিভির , একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শীপু, গাজী টিভির জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, ভোলা নিউজ সম্পাদক ও মানবজমিন ভোলা প্রতিনিধি এ্যাডভোকেট মনিরুল ইসলাম, মোহনা টিভি ভোলা প্রতিনিধি জসিম রানা, কালের কন্ঠ ভোলা প্রতিনিধি ইকরামুল আলম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ,
যমুনা টিভি ও বনিকবার্তা ভোলা প্রতিনিধি এইচ এম জাকির,বাসস স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না  , মাই টিভি ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন, যমুনা টিভির ভোলা প্রতিনিধি জুয়েল শাহা, সাংবাদিক জিসিডি ওরজুন,ভোলা টাইমস সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, সাংবাদিক তুহিন খন্দকার, ভোলা প্রকাশ সম্পাদক বিজয় বাইন,ভোলা নিউজের সিনিয়র ষ্টাপ রিপোর্টার মনজু ইসলাম, ভোলা নিউজের বার্তা সম্পাদক ও ষ্টাপ রিপোর্টার টিপু সুলতান, ভোলা প্রকাশের মাকসুদর রহমান, ভোলা টাইমসের বার্তা সম্পাদক শান্ত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE