ভোলার ভেদুরিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়

 

 

মনজু ইসলাম
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৪ অক্টোবর ২০২০) সকাল ১১টায় ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে বিট পুলিশিং কার্যক্রম সভা পরিচালনায বিট কর্মকর্তা এসআই মো: সমেছ আলী। এসময় পরিষদে থাকা জনসাধারণের উপস্থিতে এসআই সমেছ আলী বলেন,পুলিশ জনগণের বন্ধু। আমরা গ্রামের সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে এই বিট পুলিশিং সভার কার্যর্কম অব্যাহত রয়েছে। যে কোনো সমস্যা সমাধানে পুলিশ আপনাদের পাশে সব সময় থাকবে। মাদকের বিরুদ্ধে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্যারের জিরো টলারেন্স নীতি ঘোষণা রয়েছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় মাদক, বাল্যবিবাহ কিশোর গ্যাং জুয়াসহ যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করবেন। এ সময় বিট পুলিশিং সদস্যার উপস্থিত ছিলেন।

SHARE