জামিল হোসেনঃ
ভোলার ভেদুরিয়া থেকে মাদক ব্যাবসায়ি বাবু আটক। ভোলা থানা পুলিশ গত রাতে তাকে ভেদুরিয়া থেকে গ্রেফতার করে।
বাবু দীর্ঘদিন ধরে ভোলা শহরে মাদক ব্যাবসা করে আসলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত রাতে ভোলা থানার পুলিশ সদস্য হাসান তাকে গোফন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্মম হয়। তার কাছে ওি সময় মোটা অংকের ইয়াবার চালান থাকলেও পুলিশের অবস্থান টের পেয়ে তা সরিয়ে ফেলেন দ্রুর্ত বাবু। পুলিশ তার পরেও তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। বাবুর বাড়ি ভোলার কালিবাড়ি রোডে বলে জানাযায়।
ভোলার পুলিশ সুপার মোক্তার হেসেন পিপিএম এর মাদক বিরোধী জেহাদের অংশ হিসেবে এই উদ্ধারকে সফল অভিযান হিসেব দেখছেন ভোলার মাদক বিরোধী বিভিন্ন সংঘঠনসহ সামাজিক সংঘঠনের নেতারা। তারা গত কালের এই সফল অভিযানের জন্য ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন পিপিএম ও ভোলা থানা পুলিশকে অভিনন্দন জানান।