ভোলার বোরহানউদ্দিন পাওয়ার প্লান্ট রোডে মাদকের আড্ডা

 

 

বোরহানউদ্দিন প্রতিনিধি :-ভোলার বোরহানউদ্দিন উপজেলার পাওয়ার প্লান্টের রাস্তাটি সকলেরই পরিচিত।২/৩ কিলোমিটারের এই রাস্তাটিতে নিরিবিলি পরিবেশে অনেকেই ঘুরতে আশে,কেউ বা মোটরবাইক প্রতিযোগিতা ও করে, সন্ধ্যার পরপরই দেখা যায় দলবেঁধে একদল যুবকদের রাস্তার দুই পাশে বসে আড্ডা দিতে,অনেকেই সঙ্গে নিয়ে আসে গার্লফ্রেন্ড।

বেশ কিছুদিন আগে রোডের মধ্যভাগে রাস্তার বাম পাশে দেখতে পাওয়া গেল বিদেশী মদের খালি বোতল। অদ্য ১-১০-২০২১ ইং সন্ধ্যায় একদল যুবক বসে গাঁজা সেবন করছে কিন্তু অন্ধকারে ভিডিও ধারণ করা সম্ভব হয়নি। গোপনসূত্রে জানা যায় রাস্তাটি নিরিবিলি পরিবেশ বলে মাদকের বেচাকেনা এবং সেবন দুটি এই রোডে নিরাপদ বলে মনে করে মাদক ব্যবসায়ীরা।

বিষয়টি এখনই নজরে না আনলে ভবিষ্যতে একটি ব্লাক জোন হিসেবে পরিণত হবে এই রাস্তাটি।মাদকসেবনকারীরা বড় ধরনের কোন দুর্ঘটনার জন্য এই রাস্তাটিকে বেছে নিতে পারে বলে মনে করেন ঐএলাকার লোকজন।

SHARE