মোঃ আরিয়ান আরিফ
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে মোঃ হারুনুর রশিদ হাওলাদারকে সভাপতি ও এমদাদ হোসেন কবিরকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানকে করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩টার সময় ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। উক্ত সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক এমদাদ হোসেন কবির শীর্ষসহ নেতৃবৃন্দ।