ভোলার জেলা জজকে বারের নতুন বছরের উপহার

মনজু ইসলামঃ

ভোলা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা জজ ডক্টর এবিএম মাহমুদুল হককে মেম্বার্স অব ডাইরেক্টরী প্রদান করা হয়েছে। ভোলার নব নিযুক্ত জেলাজজ তার অফিস কক্ষে আইনজীবী নেতাদের হাত থেকে এই উপহার গ্রহন করেন।

গতকাল রবিবার ২৫ জানুয়ারি ভোলা জেলা আইনজীবী সমিতি কর্তৃক জাজশীপের জন্য মেম্বার্স অব ডাইরেক্টরী, জেলা ও দায়রা জজ ড. এবিএম,মাহমুদুল হককে তার নিজের একান্ত অফিস কক্ষে গিয়ে এই উপহার প্রদান করেন।

ডাইরেক্টরী প্রদানকালে উপস্হিত ছিলেন ভোলা জজকোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন(লাবু), ভোলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও সাবেক পিপি(নাঃশি)   এডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদ, ভোলা বারের স-সাধারন সম্পাদক এড.ইফতারুল হাসান শরীফ এবং সহ-সাধারন সম্পাদক এড. এম.ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, অর্থ সম্পাদক এড.মোতাছিন বিল্লাহসহ আইনজীবীরা

SHARE