ডেস্ক রিপোর্ট।।
দৈনিক সমকালের চরফ্যাসন প্রতিনিধি নোমান সিকদারকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের চরফ্যাসন প্রতিনিধি মিজানুর রহমান নয়ন সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মেহেদী হান্নানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে অ্যাসোসিয়েশনের চরফ্যাসন শাখা কার্যালয়ে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি খলিল উদ্দিন ফরিদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক ছোটন সাহা দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি ইয়াছিন আরাফাত (সময়ের খবর), সহ-সভাপতি এম আমির হোসেন (যুগান্তর), জামাল মোল্লা (সংবাদ), আবুল খায়ের নাজু (আজকের বরিশাল), কামরুল সিকদার (কালের কন্ঠ), যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সিকদার (মানব জমিন), ইউছুফ হোসাইন ইমন (বরিশাল বার্তা), এসআই মুকুল (সময়ের কন্ঠস্বর), সহ সম্পাদক কামরুল হাসান সাজু (দ্বীপকন্ঠ নিউজ), মাহাফুজুর রহমান মমিন (সময়ের চিত্র), আবদুল্লা আল নোমান (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান নাজমুল (জনতা), সেলিম রানা (আমার সংবাদ), আরিফুর রহমান রাসেল (বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ শ্রী অশোক সাহা (খবর পত্র), দফতার সম্পাদক আরিফ হোসেন ( নয়া শতাব্দি), সহ দফতর সম্পাদক সামসুদ্দিন হাওলাদার (সকালের সময়), আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক বেলাল মাহমুদ (ভোলা বানী), বার্তা সম্পাদক এ আর সোহেব চৌধুরী (ভোরের কাগজ), সহ বার্তা সম্পাদক রিয়াজ মোর্শেদ (আজকের রূপান্তর), ধর্ম বিষয়ক সম্পাদক খুরশিদ আলম (আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান লিটন (সংবাদ সারাবেলা), শিক্ষা বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান সুজন (আজকালের খবর), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান (আজকের পরিবর্তন),স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তছলিম আখন (টি টি ভি অনলাইন), তথ্য বিষয়ক সম্পাদক ইসরাফিল নাইম (নবচেতনা), নির্বাহী সদস্য শহিদুল ইসলাম দুলাল (বরিশালের কথা), আদিত্য জাহিদ (উপকূল নিউজ), শরিফুল আলম সোয়েব (দেশ আলো), তাপস দেবনাথ (দক্ষিনাঞ্চল), সজিব শাহরিয়ার (স্বদেশ প্রতিদিন)।এছাড়াও সদস্য হয়েছেন কামরুজ্জামান শাহীন (ঢাকা প্রতিদিন), সামছুদ্দিন খোকন (আমার বার্তা), আনোয়ার হোসেন (ক্রাইম আওয়ার), নাফিজ পাটোয়ারী (বাংলার কলম), রুবেল আশ্রাফুল (খোলা কাগজ), সিরাজুল ইসলাম (বাংলাদেশ বুরেটিন), নুরুল্যাহ আরিফ (উপকূল বার্তা), মো. শাকিল (সত্যের সন্ধানে), গোলাম ফারুক (বরিশাল আজকাল), মামুন হোসাইন (আজকের দর্পন), জসিম পাটোয়ারী (কালের খবর), মাহি সিকদার (আজকের রূপান্ত), আওলাদ হোসেন শামীম (দেশ সংবাদ), তৌহিদুর রহমান নাহিদ (দেশ জনতা), মো. ছায়েদ (বিপ্লবী বাংলাদেশ), আক্তার হোসেন (সময়ের কন্ঠ) ও তরিকুল ইসলাম (সময়ের খবর)।ভোলা জেলা শাখার সভাপতি ও সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন। সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা কমিটি বিগত মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান