মাসুদ রানা, চরফ্যাশন থেকে ফিরেঃ
দানবীয় ব্যাবসায়ীক এ শিক্ষা ব্যাবস্থায় শিক্ষকদের প্রতি ছাত্রের ভালোবাসা শ্রদ্ধা সম্মান দিন দিন হারিয়ে যাচ্ছে। পত্রিকা খুললেই শিক্ষকদের প্রতি ছাত্রের অর্থনৈতিক ভিযোগ,ছাত্রীদের ধর্ষণের অভিযোগ এখন নিত্তনৈমত্তিক ঘটনা। এ সকল সব গটনা ছাপিয় শিক্ষকের প্রতি ছাত্রের ভালোবাসার একটি পোষ্ট আজ অনলাইন দুনিয়ায় তোলপার শুরু হয়েছে। সবাই জানতে চাচ্ছে কে এই শিক্ষক। ভোলা নিউজ পাঠকদের জন্য সাংবাদিক হান্নান বের করে নিয়ে আসছে ওই শিক্ষকের পরিচয়,তিনি চরফ্যাশন উপজেলার জিন্নাহ গড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন চেয়ারম্যান এর সন্তান চরফ্যাশন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি। বরিশাল বিএম কলেজ থেকে বাংলায় অনার্স মাস্টার্স করে চরফ্যাশন সরকারি কলেজেই অধ্যাপনা শুরু করেন শিক্ষার চলন্ত এ ফেরি ওয়ালা।
আজ রাত ৯ টা ১ মিনিটে এই শিক্ষাবান্ধব প্রিয় মনবতাবাদি স্যারকে নিয়ে ছাত্র Rahul Mazumder Shanto ফেইসবুকে যে স্টাটাস টি দিয়েছন তার হুবাহু ভোলা নিউজের পাঠকদের জন্য তুলে ধরলাম,
❤❤কলেজ জীবনে পদার্পনের আগে স্যারের কথা লোকমুখে অনেক শুনতাম স্যারের প্রতিভাও অসাধারণ ব্যক্তিত্বের কথা।ঠিক তখন থেকেই স্যারের সান্নিধ্যে পাওয়ার জন্যে ব্যাকুল ছিলাম।আমি খুবই শুভাগ্যবান আমি স্যারের সান্নিধ্যে পেয়েছি ।কলেজ জীবনে পদার্পন করার পর যখন থেকেই স্যারের ক্লাসটা নিয়মিত ই করতাম ,এখনো করি।স্যারের প্রতিটি ক্লাস করার পড় আমার মনে হয় নতুন করে যেন একটা পথচলার অনুপ্রেরণা পেয়ে থাকি ।স্যারকে যতবারই দেখি তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আরও প্রবাহমান হচ্ছে ।স্যার আমি ধন্য আপনার মত আদর্শবান স্যারের একজন ক্ষুদ্র ছাত্র হতে পেরে ।ভালো থাকবেন সবসময় এই প্রত্যাশা ই রইল।একটু আশীর্বাদ করবেন আপনার এই ক্ষুদ্র ছাত্রটাকে যেন আপনার দেখানো পথে চলতে পারি❤❤