স্টাফ রিপোর্টার ঃ
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ইউনিয়ন পরিষদের চত্বরে বাজেট অধিবেশন শুরু হয়।
বাজেট অধিবেশনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নোমান,
২০১৮-১৯ অর্থ বছরের ৩কোটি ৯১লক্ষ১৬ হাজার, টাকা, উন্নয়ন খাতে আয় ও ব্যয় হবে বলে সচিব জানায়।
এ বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাছান মিয়া’র এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিয়া সিরাজ, সাধারন সম্পাদক সোরওয়ার্দী মাষ্টার,সাবেক প্রধান শিক্ষক মোতাহার মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন মিয়া প্রমখ। এছাড়াও ইউপি সদস্য বৃন্দ,ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাদের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। এ সময় ইউপি চেয়ারম্যান ইলিশাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উন্নয়নমূলক কর্ম কান্ডের সকলের সহযোগিতা কামনা করেন