ভোলার ইলিশায় দোকান থেকে বিষধর সাপ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

ভোলা নিউজ-০১.১১.১৮

ভোলার মেঘনার পাড়ে সন্ধান মিলল পৃথিবীর অন্যতম বিষধর সাপ “রাসেল ভাইপার”।

আজ বুধবার বিকেলে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি লাকড়ির দোকান থেকে সাড়ে ৩ ফুট লম্বা বিলুপ্তপ্রায় ভয়ংকর এই সাপটি উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগের রেঞ্জ অফিসার মোঃ কামরুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা একটি লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া সাপটিকে উপকূলীয় সংরক্ষতি বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশের অন্যতম বন্যপ্রাণী গবেষক ও সরীসৃপ বিশেষজ্ঞ সমীর সাহা জানান, অনেকটা অজগরের মতো দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ বা চন্দ্রবোড়া সাপ। এ সাপটি খুব বিষাক্ত।

সাধারণত বরেন্দ্র অঞ্চলে এ সাপের বিস্তার দেখা গেছে। দক্ষিণাঞ্চলে এই প্রথম এ সাপের দেখা মিলল। বরেন্দ্র অঞ্চল ছাড়াও সাপটি সুন্দরবন এবং চট্টগ্রাম অঞ্চলে সাপটি দেখা যায়। এরা মূলত ঝোপঝাঁড়, বন, ম্যানগ্রোভ বন, পাথরযুক্ত পাহাড়ে বাস করে।

ইঁদুর, কাঁকড়া, ব্যাঙ ও ছোট পাখি খেয়ে জীবনধারণ করে। সবচে মজার বিষয় হলো এরা সরাসরি বাচ্চা দেয়। কারণ ডিম পেটেই থাকে। বাচ্চা পেটে ফুটে বের হয়ে আসে।

তিনি আরো জানান, এ সাপ যাকে ছোবল মারে, তার মৃত্যু নিশ্চিত। ২০১৩ সালে সর্বপ্রথম নাচোল উপজেলার বরেন্দ্র গ্রামে রাসেল ভাইপার দেখা যায়। এ যাবত ওই অঞ্চলে এ সাপের কামড়ে অন্তত ২০জন মারা গেছেন।

SHARE