ভোলার আদালতে মইনুলকে হাজির হওয়ার নির্দেশ

বিশেষ প্রতিনিধি,

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেনকে ভোলার আদালতে ১৮নভেম্ববর হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। তার বিরুদ্ধে জেলা যুবমহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। এ মামলায় ১৮ নভেম্বর স্ব-শরীরে ব্যারিস্টার মইনুল হোসেনকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৩১অক্টোবর) দুপুরের দিকে ভোলার অতিরিক্ত প্রধান বিচারক হাকিম শরিফ মো. ছানাউল হক এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এ্র্যাডভোকেট সোয়েব হোসেন মামুন বলেন, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির একাত্তর জার্নাল নামে একটি টকশো তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননা করে কথা বলেন ব্যারিস্টার মইনুল হোসেন। একথার মাধ্যমে নারীদের হেয় করা হয়েছে। তাই গত ২২ অক্টোবর ভোলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে এ মামলা করেন।

(আল-আমিন এম তাওহীদ, ৩১অক্টোবর-২০১৮ইং)

SHARE