ভোলায় পা‌নি‌তে ডু‌বে দুই বো‌নের মৃত‌্যু

 

 

 

মনজু ইসলাম ঃ

ভোলায় পা‌নি‌তে ডু‌বে আ‌ফিফা (৭) ও মুনতাহা (৫) না‌মে দুই বো‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহতরা ভোলা সদর উপ‌জেলার ভেদু‌রিয়া ইউ‌নিয়‌নের ৫নং ওয়া‌র্ডের উত্তর ভেদু‌রিয়া গ্রা‌মের হেতনারহাট বাজারের মু‌দি ব‌্যবসায়ী মোঃ জ‌সিম উ‌দ্দি‌নের মে‌য়ে। আজ শুক্রবার (৯ অ‌ক্টোবর) দুপু‌রের দি‌কে নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘ‌টে। স্থানীয়রা জানান, দুপু‌রের দি‌কে দুই বোন বা‌ড়ির সাম‌নের পুকু‌রে গোসল কর‌তে যায়। তারা দুই জন সাঁতার না জানার কার‌ণে পুকু‌রের পা‌নি‌তে ত‌লি‌য়ে গি‌য়ে তা‌দের মৃত‌্যু হয়। প‌রে তা‌দের প‌রিবা‌রের অ‌নেক সময় ধ‌রে তা‌দের না দেখ‌তে পে‌য়ে পুকুরের কা‌ছে গি‌য়ে তা‌দের মৃত দেহ ভাস‌তে দে‌খে উদ্ধার ক‌রে।

SHARE