বোরহানউদ্দিনে বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুজ্জামান কবির

 

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আসন্ন বোরহানউদ্দিন পৌরসভা সাধারন নির্বাচন ২০২১ উপলক্ষে বিএনপি দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক, বার বার কারানির্যাতিত, আলহাজ্ব মনিরুজ্জামান কবির। এ বিষয়ে প্রার্থী বলেন গনতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার পুনুরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনের অংশ হিসেবে আগমীর রাস্টনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় আসন্ন বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে বিএনপি সর্মথিত মেয়র পদপ্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপার্সন এর কার্যলয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাহআল্লাহ সুষ্ঠ ভোট হলে আমার জয় সুনিশ্চিত। এসময় তিনি বোরহানউদ্দিন পৌরবাসীর দোয়াও সমর্থন চান। এসময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হূমায়ন কবির সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব হাওলাদার, যুবদল নেতা নাসিম, সেচ্ছাসেবকদল নেতা জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক নিশাত, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিলসহ দলীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আগামী ৩০ এ জানুয়ারী এ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।

SHARE