বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ চাচা মৃত্যু,শোক

 

টিপু সুলতান।।  আমরা অতী দুঃখের সাথে জানাচ্ছি যে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মরহুম নাজিউর রহমান মঞ্জুর সাহেবের ভাই এবং ভোলা -১ আসনের সাবেক সংসদ সদস্য পার্থ ভাইর চাচা ডাক্তার_আজিজুর_রহমান আজ রাত আনুমানিক সাড়ে ৮টার সময় রাজধানীর এভার কেয়ার হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে অইন্নাইলাইহি রাজেউন। তার মৃত্যুতে ভোলা নিউজের প্রকাশক  সম্পাদক এ্যাড মনিরুল ইসলাম ও ভোলা নিউজ পরিবার গভীরশোক প্রকাশ করেছেন।মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

SHARE