সাজ্জাদ বিন লাল, জেলা প্রতিনিধি হবিগঞ্জ।।
বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের কামালখানী রাশিদিয়া হাসানিয়া জামেউল উলূম মাদ্রাসার সামনের পুকুরে ২ রা আগষ্ট মঙ্গলবার বিকাল ৫ টা ১০ মিনিটে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে আসেন বানিয়াচং থানা পুলিশ ও ১নং ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান খানসহ ইউপি সদস্য।পানি থেকে ভাসমান লাশ তুলতে বানিয়াচং থানা পুলিশকে সাহায্য করেন ১নং ইউপির ৯ নং ওয়ার্ড মজলিশপুর (পুর্ব বন্দের বাড়ির) আব্দুর রহমান মিয়ার ২য় পুত্র মোঃ প্রকাশ আহমেদ।এলাকাবাসীর জানান, তিনি কামালখানী মহল্লার মৃত মহসিন মিয়ার স্রী সরাজ বিবি(৮০)।ধারণা করা হচ্ছে তিনি রাতের বেলা কোন সময় প্রকৃতের ডাকে সাড়া দিতে গিয়ে ঐ পুকুর থেকে পানি আনতে গিয়ে পড়ে যান। তিনি বয়স্ক হওয়ায় আর উঠতে না পেরে তিনি রাতেই কোন এক সময়ে মারা যান।অদ্য বিকালে উক্ত মাদ্রসার সামনে ছাত্ররা খেলাধুলা করতে গিয়ে এই ভাসমান লাশটি দেখতে পান।এলাকাবাসী ও পাড়া প্রতিবেশীর কাছ থেকে আরও জানা যায়, এই পৃথিবীতে উনার আপন বলতে কেউই নেই।উনার স্বামী মারা যান প্রায় ১৪ বছর পূর্বে এবং উনার একটি মাত্র পুত্র সন্তান জাকির হুসেন (২৫) ও প্রায় ৬ বছর পূর্বে গাড়ি দূর্ঘটনায় মারা যায়।