মোঃ আশরাফুল আলম
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।
একদিনে রোগী শনাক্তের হিসাবে এটাই সর্বোচ্চ।
এ নিয়ে দেশটিতে ১৪৬৫৭ জন আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে ২২৮ জনের।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
৫৭৩৮টি নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়েছে।
তিনি জানান, মৃতদের মধ্যে পুরুষ ১০জন, নারী চারজন।
মারা যাওয়া নারীদের মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ জনের মধ্যে একজন এবং ৬১ থেকে ৭০ জনের মধ্যে দুইজন।
পুরুষদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭৩৮জন।
তিনি বলছেন, সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ।