বগুড়ার শিবগঞ্জের আটমূলে জাতীয় ছাত্র সমাজের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।।

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,।। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে জাতীয় ছাত্র সমাজের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট(শনিবার) বিকালে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বড় বেলঘড়িয়া জে,আই দাখিল মাদ্রাসা হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব জাতীয় সংহতির যুগ্ন আহবায়ক শেখ ফজলুর বারী। উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোকাররম হোসেন খোকন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আহসান হাবিব রেবুল, আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাসু। এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব সংহতির সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক রেজাউল করিম রেজা, যুগ্ন আহবায়ক জিহাদ হাসান আল আমিন, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পু, ছাত্রনেতা রাকিবুল, নিশাত,শাকিল,রিদয়,টনি প্রমূখ।পরে সর্বসম্মতিতে আজমল হোসেন রাজু সভাপতি, রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক ও রিয়াজুল হাসান রিজু কে সাংগঠনিক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

SHARE