পটুয়াখালীতে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

 

মোঃ সোহাগ হোসেনঃ

বণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার সকালে পটুয়াখালী জেলা শ্রমিক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় আলোচনা সভা, কেক কাটা দোয়া মাহফিলের আয়োজন করা হয় । পটুখালী জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান,শ্রমিকলীগের সহ-সভাপতি ফোরকান মৃধা, যুগ্ন সম্পাদক ফারুক ফকির, যুগ্ন সম্পাদক আলতাফ সহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয় হতে এক বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী বঙ্গবন্ধু স্কয়ার এসে শান্তিপূর্ণভাবে শেষ করে।#

SHARE