অর্জুন চন্দ্র দে :
বিগত ১৪ই জুলাই থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবী আদায়ের জন্য ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন। ফলে সারা দেশেন ন্যায় ভোলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও ঢাকায় অবস্থান করছেন।
এর ফলে দেশের বিভিন্ন স্থান যখন পানিতে ডুবুডুবু ঠিক তখন ভোলা শহর ডুবে আছে ময়লায়। বাসাবাড়ি,দোকান,স্কুল-কলেজের প্রতিদিনের ময়লা সারা শহড়ে, রাস্তায়,দোকানের সামনে, ফুটপাতে পাহাড় সমান আকার ধারন করেছে। যার ফলে ময়লার দুর্গন্ধে কোমল মতি ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছেনা। উল্লেখ্য ভোলা শহড়ের ব্যস্ততম এলাকা সদর রোড,বাংলাস্কুল মোড়,নুতন বাজার,এমনকি গণসাস্থ্য কেন্দ্রের সামনে পর্যন্ত ময়লার পাহাড়। রাস্তাগুলো যেন ভাগারে পরিনত হয়েছে। মানুষ দৈনন্দিন কজ করতে পারছেনা।
এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত ভোলা পৌর সভার মেয়র আলহাজ্ব মনিনুরুজ্জামান মনির এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এলজিইডি মন্ত্রনালয়ের নির্দেশে বিকল্প ব্যবস্থায় ময়লা সরানোর ব্যবস্থা হচ্ছে। তবে এতো বেশি ময়লা হয়েছে যে, শহড় পরিস্কার করতে এক থেকে দের মাস সময় লাগবে।