দক্ষিণ সাকুচিয়ায় পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

 

মনপুরা প্রতিনিধি।।

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ঘরের পাশে খালের পানিতে ডুবে সোলেমান (এক বছর তিন মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড রহমানপুর গ্রামের জনতা বাজার এর দক্ষিন পাশে একটি খালে এই ঘটনা ঘটে।

নিহত সোলেমান দক্ষিণ সাকুচিয়া রহমানপুর গ্রামের জাহের মাঝির ছেলে।

নিহত সোলেমানের দাদা নান্নু মোল্লা জানান, তার মা ফাহিমা নামাজ পড়ার জন্য পুকুরে অজু করতে গিয়েছেন, ঘরে রেখে যান সোলেমানকে। তার মা অজু করে এসে আর ঘরে না পেয়ে ডাক চিৎকার করে। পরে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সোলেমান’কে খালের পানিতে ভাসতে দেখে তার পরিবারের লোকজন তাকে খাল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ছোট্ট নিষ্পাপ শিশু সোলেমান এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটি খুব ছোট। পানিতে পড়ে আর উঠতে পারেনি। স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশে মাধ্যমে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

SHARE