আরিয়ান আরিফঃ ভোলার গণমানুষের নেতা প্রাক্তনমন্ত্রী ও সংসদ সদস্য মরহুম মোশারেফ হোসেন শাজাহানের সহধর্মিনী প্রফেসর ফিরোজা বেগম, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের পরিবারবর্গ, ভোলা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ ও তার পরিবারবর্গ করোনায় আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতা ও রোগমুক্তি কামনায় চরসামাইয়া বিএনপি’র উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১ জানুয়ারি) বাদ জুমা ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের কয়েকটি মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মোশারেফ হোসেন শাজাহান ও গোলাম নবী আলমগীরের পরিবারবর্গের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা এবং সারাদেশের যারা করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহব্বায়ক সামছুউদ্দিন মাতব্বর, মোঃ আনোয়ার, যুবদল নেতা মোঃ শাহীন, বিএনপি নেতা জসিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।