চরফ্যাশন প্রতিনিধি-ভোলানিউজ.কম,
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বুধবার ভোলার চরফ্যাশনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে উপমন্ত্রী জ্যাকব বলেন, যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়ামের ঘোষণা দেন। তারই অংশ হিসেবে এখানে এ স্টেডিয়ামটি নির্মাণ করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
(আল-আমিন এম তাওহীদ, ৯মে-২০১৮ইং)