আমজাদ হোসেন!ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘে চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভোলা জেলা পুলিশের আনন্দ উৎযাপন অনুষ্ঠিত। রবিবার (৭মার্চ) বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলা সদর মডেল থানা চত্বরে আনন্দ উৎযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।শুরুতেই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স সরাসরি গণভবন থেকে ৭ই মার্চ ও জাতিসংঘে চুড়ান্ত সুপারিশ প্রাপ্তির কথা বলেন।
কনফারেন্স শেষে,ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আরমান হোসেনের সঞ্চালনায় ও ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে উপস্তিত সকল অতিথি নিয়ে কেক কাটেন। সেসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন,সদর সার্কেল মহসিন আল ফারুক,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃইউনুছ,ভোলা সরকারি কলেজের অধক্ষ্য গোলাম জাকারিয়া,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন।
সেসময় আরো উপস্তিত ছিলেন,ভোলা সদর পৌরসভার নবনির্বাচিত সকল কাউন্সিলরা সহ আরো অনেকে।