ইউএনওকে সাথে নিয়ে অভুক্ত বৃ্দ্ধের পাশে ইলিশার চেয়ারম্যান ছোটন

ভোলা নিউজ ডেস্ক।। ২নং ইলিশার ১নং ওয়ার্ডের চার দিন ধরে অনাহারে থাকা সেই মোস্তফার পরিবারের সকল দায় দায়িত্ব নিয়েছেন ২নং ইলিশার চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ছোটন। এসময় তিনি ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম অসহায় বৃদ্ধের বাড়িতে নিয়ে যান।২৮ জুলাই বৃহস্পতি বার ২নং ইলিশার চেয়ারম্যান সেই মোস্তফার পরিবারের পাশে গিয়ে নগদ অর্থ এবং যাবতীয় চাউল,ডাল এর ব্যবস্থা করেন। এসময় চেয়ারম্যান ছোটন বলেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম একজন মানবিক ও দায়িত্বপরায়ণ অফিসার। তিনি শুনার সাথে সাথেই আমাকে এই বৃদ্ধের বাড়িতে পাঠিয়ে সকল প্রকার মানবিক ব্যাবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। আমিও ইউএনও স্যারের নির্দেশে তাৎক্ষনিক ব্যাবস্থা নিয়েছি। ইউএনও স্যারও মানবিকতার টানে ওই বৃদ্ধের কাছে ছুটে এসেছেন।এছাড়াও আজ এই অসহায় বৃদ্ধকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যুবলীগনেতা মোস্তাক আহমেদ শাহিন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক আখতার হোসেন। উল্লেখ্য ইলিশার কৃতি সন্তান সাংবাদিক ইয়ামিন হাওলাদার ও গ্লোবাল টিভির ভোলা প্রতিনিধি অনিক আহমেদের ফেইসবুক পোস্টের পর থেকেই সকল প্রকার মানুষ সাহায্যের হাত বাড়িয়েছে ওই অসহায় পরিবারটির প্রতি।

SHARE