আমরা ২০ জনের কথা বলবো না — সম্পাদক

নিউজ ডেস্কঃ

আমরা ভোলার ২০ জনের কথা বলবো না। আমরা বলবো ২০ লক্ষ মানুষের কথা। আমারা ২০ জনকে বিরক্ত করে ২০ লক্ষ মানুষের মুখে হাসি ফুটাবো। আজকের এই অর্জন কারও একার নয়, ভোলার ২০ লক্ষ মানুষের। এই অর্জনে ভোলা নিউজ পরিবারসহ সকল শুভানুধ্যায়ী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলা নিউজ প্রকাশক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম। তিনি বলেন, যাত্রা থেমে নেই, খবরের ভেতরের খবর নিয়ে আমরা প্রতিক্ষণে হাজির হবো পাঠক ও দর্শকদের বিবেকের কাছে তারাই বিচার করবে কোনটা সত্য। কোন রক্তচক্ষুকে ভয় করে নয়, মহান আল্লাহকে ভয় করেই আমাদের পথচলা অব্যহত থাকবে। আজ আপনাদের ভোলা নিউজের লাইক পেইজে লাইকারের সংখ্যা দেড় লাখ এর ও উপরে। আমরা  ২০ জনকে বিরক্ত করে অবহেলিত এই বিচ্ছিন্ন জেলার  ২০ লক্ষ মানুষের মুখে হাসি ফুটাবো ইন শা আল্লাহ। এই পথ চলায়  সকল ভুল ভ্রান্তির উর্ধ্বে উঠে আপনাদের সকলকে পথিক হিসেবে পাবো ইন শা আল্লাহ।

SHARE