হুমকিতে বিষপানে আত্মহত্যার চেষ্টা, এলাকা জুড়ে আতঙ্ক

 

 

মনজু ইসলাম।। ভোলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকিতে এক মেম্বার প্রার্থী লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফুটবল প্রতীকে মেম্বার প্রার্থী মো. মিলন চৌধুরী স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের হুমকিতে আত্মহত্যার চেষ্টা করে।সোমবার (৮ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে মো. মিলন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মেম্বার প্রার্থী মো.মিলন চৌধুরী সুস্থ রয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালেদা ইসলাম মিতু জানান, কিটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।প্রার্থী মিলন চৌধুরী বলেন, আমার এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে হুমকি । যাতে করে আমি মেম্বার প্রার্থী থেকে সরে যাই। যার কারণে লোকসম্মুখে লজ্জায় আমি বিষপানে আত্মহত্যার চেষ্টা করি। তিনি আরো বলেন,আমি এতদিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। তাদের এই হুমকিতে আমি যদি নির্বাচন থেকে সরে যাই। তাই লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছি।ভোলা সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা সদর হাসপাতালে এসে বিষপানে আত্মহত্যাচেষ্টাকারী মেম্বার প্রার্থীর তথ্য সংগ্রহ করেছি।থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা পুরো এলাকায় জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

SHARE