সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাসনে মানববন্ধন

 

 

নাজিম উদ্দীন চরফ্যাশন প্রতিনিধিঃবাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান পত্রিকার সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক সাইদুর রহমান রিমন, কালের কণ্ঠের প্রতিবেদক এস এম রানা, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মোহাম্মদ সেলিম ও বাংলা নিউজের সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে হয়রানিমূলক ৫শত কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে চরফ্যাসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷বুধবার বেলা ১১টায় চরফ্যাসন জ্যাকব টাওয়ার সংলগ্ন রোডে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷এসময় চরফ্যাসন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের চরফ্যাসন উপজেলা প্রতিনিধি এম আবু সিদ্দিক, বিএমএসএফ চরফ্যাসন উপজেলা সভাপতি আদিত্য জাহিদ, দৈনিক সময়ের চিত্রের সম্পাদক ও প্রকাশক এ আর এম মামুনসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চরফ্যাসন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷উল্লেখ্য গত বুধবার চট্টগ্রামের পটিয়া যুগ্ম জেলা দায়রা জজ আদালতে জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী বাদী হয়ে ০৪/২০২১ নং মানহানি মামলা দায়ের করেন৷

SHARE