শাহীন আফসারের কবিতা মানুষ চিনতে দেরি

মানুষ চিনতে দেরি

শাহীন আফসারঃ

এখনও মানুষ চিনতে আমার
হাজার বছর লাগবে সময়,
এখন এটাই ভাবছি,🤔
ক্ষণিকের ভালো আচরণ
ছিলো শুধুই অভিনয়।
সব কিছু ঠিক থাকার পরও
সমস্যা সৃষ্টি,
এসব অমানুষ ছাড়া আর
কাদের কৃষ্টি?
যেমন আছি তেমনই থাকতে চাই,
অমানুষদের কাতারে যেনো না যাই।
মনে খারাপ চিন্তা নিয়ে থাকলে কখনই সে ভালো থাকেনা,
যে ভাবেই হোক ইহলোকেই তাকে শাস্তি পেতে হয়, কোনো ভুল হয় না।
এটা আমরা বুঝেও বুঝি না,
সবাই ভালো থাকুক এটাই কামনা।
কারও যদি ভালো চাই,
অবশ্যই ভালো থাকবো, যে কোনো ভাবেই মন বলে তাই।।

 

SHARE