শাহীন আফসারের কবিতা ভিক্ষুক।।

_______ শাহীন আফসার

যারা রাস্তায় বসে হাত পেতে টাকা নেয় আমি, তাদের ভিক্ষুক বলি না।
বলিতো তাদের যারা মানুষকে ঠকিয়ে নিজের সম্রাজ্য গড়ে!
তাদেরকে বলি, যারা কিছু কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেয়, চাকরির নিয়োগ দিয়ে যারা লাখপতি হয়, তারা ভিক্ষুক!
এতিমের গ্রাস কেড়ে নিয়ে যারা
কটুক্তি করে তারাই ভিক্ষুক।।
আর শরীর বিলিয়ে যারা কোটিপতি হয়, তাদের আমি ভিক্ষুক বলি!!
সৎ পথে থেকে হালাল খেয়ে যারা জীবন যাপন করে, ক্ষণিকের জন্য হয়তো তারা অসহায়, ঠিকই তারা আরামে ঘুমায়💞।
মানুষের এই অসহায়ত্ব নিয়ে যারা এখন হাসে,
তারাই হাসরের ময়দানে উঠে আসবে ভিক্ষুকের বেশে।।🤔

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE