শাহীন আফসারের কবিতা টিকার অনুভূতি  

শাহীন আফসারঃ

ছোটো বেলা থেকেই দেখেছি
যে কোনো টিকা দিলেই
জ্বর হয় আর হাতে ব্যথা,
এবার দেখছি হাতে নয় কানে ব্যথা,
জ্বরও নয় এ এক নতুন অভিজ্ঞতা।
নিজের ছেলে মেয়েকেও বিভিন্ন টিকা দিয়েছি,
সকালে দিলে বিকালেই শুরু হতো চিৎকার,
কান্না করতো আর পা নাড়াতো আরও পেতো ব্যথা,
তাই কোলের বালিশ দিয়ে আটকে দিতাম পা’ টা।
আমি ভাবছি কানে কেনো ব্যথা??
হাতে হবে যেখানে দিয়েছি টিকা,
এ এক অদ্ভুৎ অভিজ্ঞতা।🤔
না পারছি খেতে, না পারছি শু’তে
আমার এতো মজার চা তাও পারছিনা নিতে মুখে। 😭
আমার অত্যাচারে ডঃ কে বলে ছেলে এনে দিয়েছে প্যারাসিটামল,
এখন হয়তো কমবে ব্যথা আরামে হবে সব। 🤔

12/08/2021

বিঃ দ্রঃ শুধুই বিনোদন অন্য কিছু নয়🌺

SHARE