শাহীন আফসারের কবিতা অসুখী মানুষের খোঁজ

শাহীন আফসারঃ

জীবনের প্লান, সেতো সবই
ভুল প্রমাণ।
যদি চাই যেতে ডানে,
কিভাবে যেনো চলে যাই বামে।
কখনও কি ভেবেছিলাম
এখনই হয়ে যাবো একা,
জীবনের খাতা হয়ে যাবে ফাঁকা।
মনে পরে জ্যোৎস্না রাতে
কিভাবে আমায় ডাকতো,
তাড়াতাড়ি এসো আকাশে কি
সুন্দর চাঁদ উঠেছে! ছবি তুলো তো।
এখন সবই কেমন শূণ্য শূণ্য লাগে,
মনে হয় জীবনের প্লান টা
যদি নিজের মতই চালিয়ে
নেওয়া যেতো,
তাহলে পৃথিবীতে
অসুখী মানুষের খোঁজ হতো।

 

SHARE