লালমোহনে সরকারী পানির কলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪।।

টিপু সুলতান।।

ভোলা জেলার লালমোহন উপজেলার অন্তর্গত পশ্চিম চর উমেদ সাকিনে ডাক্তার বাড়ীতে সরকারী পানির কল নিয়ে এক হতাহতের ঘটনা ঘটে। বিগত ২৪/০৯/২০২২ ইং তারিখ রোজ শনিবার দুপুর অনুমান ১.৩০ মিনিটের দিকে সরকারী পানির কল অবৈধ ভাবে নিজেদের সুবিধার্থে স্থানান্তর করার জন্য সিধাম, আকাশ গংরা প্রস্তুতি নিচ্ছিল। এসময় একই বাড়ীর হরলাল, পার্থ, উজ্জল সহ অন্যান্যরা বাধা প্রধান করে। তাহারা সরকারী কল অবৈধ ভাবে স্থানান্তরের এবং মানুষের সুবিধার্থে হরলালরা বাধা প্রদান করায় সিধাম সহ তার দলীয় লোকজন উত্তেজিত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হরলালদের উপর এলোপাথারী মারধর শুরু করে। এসময় আকাশ হাতে থাকা রড দিয়ে পার্থর ঘাড়ে বাড়ি দিলে মারাত্মক রক্তাক্ত জখম হয়। উজ্জল মজুমদারকে আকাশ, রাখাল, সভিতা রানীরা জোর পূর্বক ধরে রাখে এবং সিধাম তার হাতে থাকা লোহাড় রড দিয়ে মাথায় লক্ষ করে আঘাত করলে হাত দিয়ে ঠেকালে তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল হারভাঙ্গা জখম হয়। তাদের হাতে থাকা লাঠি ও লোহার রড দিয়ে আঘাতের ফলে পার্থ, উজ্জল মজুমদার, হরলাল, বিউটি মজুমদার মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে তাৎক্ষনিক লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পার্থ ৩৫৭৯/১৩ এবং উজ্জল চন্দ্র মজুমদার ৩৫৭৮/১২ নম্বর রেজিঃ এ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে এবং অন্যান্যরা প্রাথমিক নিচ্ছে। পার্থ একজন ‍এস.এস.সি পরীক্ষার্থী। এ ঘটনায় এলাকার মানুষ চরম ভাবে ঘৃণা প্রকাশ করেছে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছে। এবং আরো উল্লেখ থাকে যে ভিকটিম পার্থ পিতা হরলাল মজুমদার মনপুরা সহকারী জজ আদালতের এম.এল.এসএস পদে কর্মরত আছে। তাহাকে বিবাদিরা খুন,হামলা,মামলা সহ চাকুরিচ্যুৎ করার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় হরলাল ও তার পরিবার পরিবার পরিজন আতংকগ্রস্ত। অবস্থায় আছে। সে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE