লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই।।

অনলাইন ডেস্ক।।

ভোলা: ভোলার লালমোহন বাজারে আগুন লেগে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৫ মে) বিকেল ৩টার দিকে পৌরশহরের মোল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ভোলার উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও তিনটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু তার আগেই মোবাইল ফোনের দোকান, লাইব্রেরি, লেপতোষকের দোকানসহ ১৪টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় এক ফায়ারম্যানসহ দুজন আহত হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে ১৪ দোকান পুড়ে অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের কাজ নির্বিঘ্ন করতে পুলিশ সহায়তা করেছে। আইনি কাজ শেষ না হাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE