রাজনৈতিক মামলায় দেশান্তরি অভি, দেশে ফিরলেই প্রাণ নাশের শংকা

বিশেষ প্রতিনিধিঃ

ভোলা নিউজ-২১.০৬.১৮

রাজনৈতিক মামলায় দেশান্তরি হয়েছেন ভোলা কলেজ শাখার ছাত্রদলের তুখর মেধাবী নেতা মেহেদি হাসান অভি। দেশে ফিরলেই জেল জরিমানাসহ জীবন নাশের সম্ভাবনা রয়েছে অস্ট্রিয়া প্রবাসী এ তরুন ছাত্র নেতার।
স্থানীয় ও তার পরিবার সূত্রে জানাযায়, মেহেদি হাসান অভি বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির অঙ্গ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভোলা কলেজ শাখার যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালে তিনি একাধিক রাজনৈতিক মামলার স্বীকার হন। এতে জীবন বাঁচাতে দেশ ছেড়ে চলে যান অস্ট্রিয়ায়। সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি অভির। রাজনৈতিক মামলার পরেও একের পর এক হত্যা চেষ্টাসহ ছিনতাই ও চুরির মামলায় মিথ্যা অভিযোগে আসমি করা হচ্ছে তাকে। সর্বসেষ ৯ নভেম্ব ২০১৭ তারিখে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আভির বিরুদ্ধে বাদীকে অস্রো দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টাসহ ৫৫ হাজার টাকা ছিনতায়ের মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। যার মামলা নং সি আর-৬১/২০১৭ উক্ত মামলায় বর্তমানে সে ওয়ারেন্ট ভুক্ত আসামী। দেশে ফিরলেই তাকে এই মামলায় জেলে যেতে হবে বলে বলা হয়েছে আদালত সুত্রে। এদিকে মেহেদি হাসান অভির বাবা মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জনান, মিথ্যা মামলাসহ নানা প্রতিকুলতার মধ্যে আমার ছেলে অভি অস্ট্রিয়ায় চলেগেছে সেখান থেকে তাকে দেশে ফেরানোর জন্য আমাকে কিছু অজ্ঞাত লোক নিয়মিত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। দেশে ফিরলে তার ছেলের রাজনৈতিক সমস্যাসহ প্রাণ নাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও সাংবাদিকদের জানন তার বাবা। এ ব্যাপারে ভোলা সদর থানার পুলিশ জানান, মেহেদি হাসান অভি আমাদের থানায় ওয়ারেন্ট ভুক্ত আসামি দেশে ফিরলেই তিকে গ্রেফতার করা হবে।

SHARE