রমজানে কর্মহীনদের মাঝে তোফায়েল আহমেদের খাদ্য সামগ্রী বিরতন

নুরউদ্দিন আল মাসুদ

ভোলা সদর আসনের এমপি সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন করোনা ভাইরাসে খাবার সংকটে থাকা কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের কোন দল নেই। তারা যেন সঠিক ভাবে তাদের প্রাপ্তির খাদ্য সামগ্রী পেতে পারে তার ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলা চত্তরে তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে তৃতীয় দাফে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বধনী অনুষ্টানে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, করোনা একটি বিশ্ব মহামারি।এই দূর্যোগের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিকপদক্ষেপ নিয়েছেন আল্লাহর রহমতে এখনো বাংলাদের অবস্থা ভালো রয়েছে।তবে খাদ্য বিতরনের সময় শারিরিক দুরত্ব বজায় রেখে বিতরন করবেন।সবাইকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।মহামারি করোনা প্রতিরোধে অনেকগুলো বিষয় পদক্ষেপ নেওয়া হয়েছে।এই পদক্ষেপগুলো যদি আমরা মেনে চরতে পারি। সেই বিষয় সবাইকে সর্তক থাকতে হবে।

বৃহস্পতিবার তৃতীয় দাফে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ১০ হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে ১০ কেজি চাল, ৫কেজি আলু, ১ কেজি তৈল,১ কেজি পেয়াজ,১ কেজি চিনি,১কেজি ছোলা,১ কেজি ডাল,১ কেজি খেজুর বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আঃলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আঃলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, উপজেলা আঃলীগ সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, জেলা আঃলীগের উপ প্রচার সম্পাদক বাবু গোরাং চন্দ্র দে, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আজিজ,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিরাজ, পৌর আঃলীগের সাধারন সম্পাদক শাহ আলি নেওয়াজ পলাশ প্রমুখ।

SHARE