মোঃ হেলাল আহম্মেদ কবিতা “মা”

সাহিত্য পাতাঃ

ভোলা নিউজ-২০.০৪.১৮

“মা”
মোঃ হেলাল আহম্মেদ

আমার অজান্তেই হারিয়েছি,
পুরাতন একটি শব্দ!
মুখ ফুটে কিছুই বলেতে পারছি না,
কারণ আজ আমি নিস্তব্ধ।
হয়তো বলার অধিকার রয়েছে আমার,
কিন্তু বললেও প্রতি উত্তর মিলবে না তোমার!
আজ তুমি নেই বলে,
আমি আজ অভিবাবকে পরিপূর্ণ!
কিন্তু,বাস্তবতাই সকল আশ্বাস মিথ্যাসম্পূর্ন।
আজ তুমি নেই বলে,
রাত জেগে অপেক্ষা করতে হয় না কারো,
অনেকেই আজ বলে, বাজে চিন্তা ছাড়ো!
আজ তুমি নেই বলে,
সবাই মুখেই বলে, সাড়া পাবে আপন সুরে,
আজ হাজারো সুরেও দেখা মিলে না,
কারণ তারা অনেক দুরে!
বেলা শেষে বাড়ি এসে,হাজারো চিন্তা শেষে,
তোমার কথা মনে এলে, ভীষন কান্না আসে।

SHARE