মেয়েদের ফ্রি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ বরিশালের ইউনাইটেড পলিটেকনিকে।।

মনজু ইসলামঃ
মেয়েদের সম্পূর্ণ ফ্রি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ করে দিলেন বরিশালের দীর্ঘ দিনের নির্ভরযোগ্য ও সুপরিচিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ইউনাইটেড পলিটেকনিক। এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানান,
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে।
সেমিস্টার ফি সর্বোচ্চ ৫০% ছাড় রেখে মেয়েদের জন্য সেমিস্টার ফি সম্পূর্ণ ফ্রী করেছেন বলেও নিশ্চিত করেছেন পরিচালনা পর্ষদ।
এছাড়াও তাদের রয়েছে……
১. আধুনিক ল্যাব সমূহ ….
২. মানসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান….
৩.শিক্ষার্থীদের চাকরি পেতে সহায়তা প্রদান …
৪. ৪,০০০/- টাকা সরকারি উপবৃত্তি প্রদান।
৫. কম খরচে হোস্টেল সুবিধা……
৬. লাইব্রেরী থেকে প্রতি সেমিস্টারে ফ্রি বই প্রদান।
৭. সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও ফ্রি ইন্টারনেট……
৮. ফ্রী English Language কোচিং এর ব্যবস্থা……. ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার সমৃদ্ধ করতে ভর্তির যোগ্যতা লাগবে SSC/সমমান পরীক্ষায় পাশকৃত যেকোন Group থেকে GPA-2.00 পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।নির্ভরযোগ্য এ পলিটেকনিক ভিজিট করে ভর্তি নিশ্চিত করার অনুরোধও করেছেন কলেজ কতৃপক্ষ।
(১নং সিএন্ডবি পুল) সিএন্ডবি রোড, বরিশাল। বিস্তারিত জানতেও 01755507146, 01972442099 নাম্বার গুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

SHARE