মানুষ স্বার্থের পিছনে ছুটছে-আবুল কাসেম,

ডেস্ক: ভোলানিউজ.কম,

আবুল কাসেম—মানুষ সামাজিক জীব একে অপরের প্রতি ভালবাসা রেখেই পথ চলতে হয়। চলার পথে নানা ভুল ত্রুটি হয় সে ভুল গুলো ক্ষমার চোখে দেখে একে অপরের প্রতি ভালবাসা নিয়ে বেচে থাকার নাম জীবন। কোন মানুষ জীবনে যদি বড় হতে চায়, আগে তার ছোট হতে হবে। হিংসা অহংকার ত্যাগ করে সবার প্রতি সমান নজর রাখতে হবে। বর্তমান সমাজে একজন রিক্সাচালকেরও টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকলেই অহংকারী করতে হবে বিষয়টি এমন না।আমরা একটু ক্ষমতা পেলেই নিজেকে মনে করি সর্গে বসবাস করছি। এসকল নোংরা জিনিস গুলো ত্যাগ করতে হবে। সমাজে অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে গিয়ে সেবা করাই উত্তম কাজ।মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য।মানুষ কখনো একা সমাজে বসবাস করতে পারেনা।আমরা বর্তমান সমাজে মানুষের সাথে তুচ্ছ ছোট খাটো বিষয় নিয়ে বড় ধরনের সমস্যায় জড়িয়ে পড়ছি। স্বার্থ ছাড়া মানুষের পাশে গিয়ে সেবা করতে পারছিনা এটা আমাদের ব্যর্থতা। আমরা সুন্দর একটি জীবন গড়তে হলে, আগে আমাদের মধ্যে হিংসা অহংকার জিনিস পরিত্যাগ করতে হবে। স্বার্থ কিংবা ক্ষমতার লোভ লালসা বন্ধ করতে হবে। লোভ লালসায় মানুষকে ধ্বংশ করে। ভাই ভা্ি জমি নিয়ে ভাইকে হত্যা করছি কিংবা খুন করছি এটা আমাদের চরম অবনতি। কোন মানুষ যদি অল্প দিনেই সবকিছু করতে চায় তখনি তার বিপদ পাশে ঘেড়াও করে। কারণ মানুষ হতে হলে আগে স্বভাব চরিত্র বদলাতে হবে।

এক সময় মানুষ ছিল অনেকটা শান্ত পরিবেশের,আর এখন মানুষ অশান্ত। মানুষ ছোট খাটো সম্পদ কিংবা স্বার্থের জন্য সবকিছু ত্যাগ করছে। মানুষের মানবতা আচার-আচারণ দিন দিন অবনতি হচ্ছে। মানুষ কেন বার বার ভুল পথে হাটছে। সবার উচিৎ আমাদের ভুল পথ থেকে বেড়িয়ে আসা। আমরা স্বার্থ’র পিছনে ছুটলে সবকিছু বিনষ্ট হবে, হয়তো সেই বিনষ্টের মূল কারণ জানতে চাইলেও জানতে পারবো না। মানুষ তার পাপ আর হিংসা অহংকারে ধ্বংশ হয়। এক সময়ে এদেশের মানুষ জমিদার মাতব্বর ছিল, অনেক নামী দামী ছিল কিন্তু আজ নেই। কারণ সমাজের পরিবর্তন আর হিংসায় মানুষ শেষ হয়ে গেছে। বর্তমান সমাজে একজন রিক্সাচালকেরও অনেক ক্ষমতা।এক সময়ে মানুষের অনেক মূল্য ছিল সম্মান ছিল, কিন্তু সম্মান এখন নেই। এর পিছনে একটি বড় স্বার্থ কাজ করছে। মানুষ স্বার্থের জন্য সবকিছু শেষ করতে পারে। অর্জিত সম্পদ তা বিরহ সম্পদের পিছনে ছুটে নষ্ট করছে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আগে আমাদের পরিবর্তন হতে হবে। স্বার্থর পিছনে না ছুটে কর্ম আর মানুষের প্রতি ভালবাসা রেখে জীবন-যাপন করা।বিবেক যেন কখনো হারিয়ে না যায়, আমরাই পারবো সুন্দর আলোকিত বাংলাদেশ গড়তে। ভাল চিন্তা ধারা থাকলে ভাল কিছু করা সম্ভব। খারাপ চিন্তা ধারায় মানুষ কখনো উন্নত হতে পারেনা। অবৈধ সম্পদ যে সকল মানুষ গড়ে তুলছে,তাদের সম্পদ এক সময়ে থাকবেনা। মানুষ যেন ভুল পথে না হাটে,সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তকেই প্রধান্য দিয়ে পথচলার নাম জীবন। আর মানুষকে ভালবাসার নাম জীবন-লেখক আবুল কাসেম (সুলতান) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন।

(আল-আমিন এম তাওহীদ, ৬সেপ্টেম্বর-২০১৮ইং)

SHARE