মনপুরা টু ঢাকা রুটে ফারহান লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ

বিপ্লব রায়ঃ-
ভোলা জেলার বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার বড় ধরনের একমাত্র যোগাযোগ ব্যবস্থা মাধ্যম হলো ঢাকা টু মনপুরা লঞ্চ। এ রুটে ফারহান ও তাসরিফ দুইটি লঞ্চ ছেড়ে যায়। মনপুরা থেকে নিয়মিত আগে ফারহান ছাড়ার কথা থাকলেও অতিরিক্ত মাছের ঝুড়ি পরিবহন এবং যাত্রী বহনের অভিযোগ করেছেন বেশ কয়েকজন যাত্রী।

গত কয়েকদিন যাবত ফরহান লঞ্চটি মনপুরা থেকে অতিরিক্ত মাছ বহন করে বিকেল ৪টা ছাড়ার অভিযোগ রয়েছে, এমনকি তাদের মনমত যা খুশি তা করে যাচ্ছে বলে জানাজায়। মাঝে মাঝে যাত্রীদের সাথে অসদ অচরন যেন প্রতিনিয়ত করেই চলেছে বলে অভিযোগ করছেন যাত্রীগন। এতে করে কষ্ট পায় অনেক রোগী, মহিলা ও শিশুদের।

এ বিষয়ে জানার জন্য ফারহাল লঞ্চের কাউকে ফোনে পাওয়া যায়নি।

ফরহান লঞ্চের সকল অপরাধ ও দূর্নীতি নিয়ে.

( আসছে বিস্তারিত)….

SHARE