ভোলা শহরের মনোহারী পট্রি ভয়াবহ অগ্নিকান্ড,

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

ভোলা শহরের চকবাজার মনোহারী পট্রি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০০ ‘শ দোকান আগুনে পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে ৪ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

২৮এপ্রিল শনিবার  রাত ১২টা ৪৫মিনিটের দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৪ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে এ অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানাযায়নি। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অনেক ব্যবসায়ীরা ধারনা দিয়েছেন।

এদিকে, এ অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের সাথে অগ্রণী ভুমিকা পালন করেছেন ভোলা জেলা পুলিশ, সাংবাদিক, পৌর কাউন্সিলরগণ, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ ও সাধারণ জণগন।

এ অগ্নিকান্ডের ঘটনায় ভোলা কোস্টগার্ড দক্ষিণজোনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ভোলার সকল শ্রেণী পেশার মানুষ। এসময় তারা বলেন, ভোলাশহরে এতো বড় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কোস্টগার্ডকে দেখছিনা সাহায্যর জন্য । মনে হয় আমরা সাধারণ জণগন জানলেও জানতে পারেনি কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা । এনিয়ে চরম দুঃখ প্রকাশ করেছেন ভোলার সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গরাও।
অপরদিকে, ভোলা জেলা পুলিশ এ অগ্নিকান্ডে যে ভুমিকা পালন করেছেন তা প্রশংসনীয় এবং ঘটনার শুরু থেকে শেষ পযর্ন্ত উপস্থিত ছিলেন ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনসহ সকল থানার ওসি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, জেলা পুলিশ সুপার মোকতার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস প্রমূখ।

বিস্তারিত আসছে…………

(এমআই,২৮এপ্রিল-২০১৮ইং)

SHARE