ভোলায় হেরা ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় হেরা ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে নিন্ম আয়ের মানুষের মাঝে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার নতুন বাজার সহ শহরে বিভিন্ন পয়েন্টে হেরা ফাউন্ডেশনের উদ্যোগে বাজারের ব্যবসায়ী, বাজারে আসা ক্রেতার ওনিন্ম আয়ের মানুষের এসব মাস্ক বিতরণ করা হয়।মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন হেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম।

এই সময় উপস্থিত ছিলেন, সাব ইন্সপেক্টর মোঃ সোহেল, হেরা ফাউন্ডেশনের সংগঠনিক সম্পাদক
মোঃ কামরুল ইসলাম, সদস্য মোঃ আশ্রফউদ্দিন,সাংবাদিক মোঃ আরিয়ান আরিফ, সাংবাদিক মোঃ ইয়ারুল আলম হেলাল প্রমুখ।

মাস্কা বিতরণ শেষে হেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জীবন-জীবিকার জন্য অর্থনীতি সচল রাখতে ব্যবসা-বাণিজ্য সবকিছু খুলে দিয়েছেন। যার কারণে বাজারে জনসমাগম অনেক বেশি। তাই বাজারের আসা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। তিনি মানুষ যাতে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরেন সেজন্য ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

SHARE