ভোলায় হাঁস চুরি করে কর্মিদের ভোজের আয়োজন করলেন মেম্বার

 

চরফ্যাশন প্রতিনিধি ঃ ভোলার চরফ্যাশনে হাঁস চুরি করে ভূরিভোজের আয়োজন করলেন নবনির্বাচিত ইউপি মেম্বার। ১৬ জানুয়ারি রোববার রাতে চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেল্লাল মুন্সির ৭টি হাঁস চুরি করে নবনির্বাচিত ইউপি সদস্য ও তার কর্মীরা এ আয়োজন করেন বলে অভিযোগ উঠেছে।হাসের মালিক বেলাল মুন্সি বলেন, রোববার রাতে আমার বাড়ি থেকে ৭টি হাঁস চুরি হয়। পরে এলাকায় খোঁজা নিয়ে জানতে পারি, আমাদের প্রতিবেশী টবগী বাড়িতে হাঁস পাটির আয়োজন চলছে। সন্দেহ হলে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দিয়ে বিষয়টি জানাই। গ্রাম পুলিশ জামাল বকশী জানান, হাঁস চুরির খবর পেয়ে টবগী বাড়ির রুহুল আমিনের ঘরে আড়াল থেকে ইউপি সদস্যসহ সবাইকে হাঁস চুরির গল্প করতে শুনি। পরে রুহুল আমিনের ঘরে গিয়ে হাঁসের মাংস খাওয়ার চিত্র মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করলে ইউপি সদস্যসহ বেশ কয়েকজন খাওয়া রেখে পালিয়ে যায়।এ সময় ৮ নম্বর ওয়ার্ডের কালু ফকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হাঁস চুরির সত্যতা স্বীকার করে বলেন, রুহুল আমিনের ঘরে চুরি করা হাঁস রান্না করে সবাইকে দাওয়াত দিলে আমরা যাই। পরে আটক কালু ফকিরকে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কাসেম মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নীরব হাওলাদার বলেন, স্থানীয় রুহুল আমিনের বাসায় শীতের রাতে হাঁস পার্টির আয়োজন করে আমারে দাওয়াত দিলে আমি সেখানে যাই। হাঁসগুলো যে চুরি করা তার আমি কিছুই জানতাম না। আর চুরির হাস জানলে আমি সেখানে কখনো যেতামনা।

SHARE